
Azithromycin কেন ৩ থেকে ৫ দিন দেওয়া হয়?
Mediverse Blog
Catagories:
,
3/23/2024 | 1:49:43 PM
Writer : Mufti. Dr Ismail Azhari
MBBS, MRCP (London. UK) P-1
Founder -CCR Academy
Half life কাকে বলে?
যে সময়ে Drug টা Body থেকে ৫০% বের হয়ে যায়, তা ঐ ড্রাগের half life
ধরুন, Azithromycin এর half life 68 hours.
মানে আপনি যদি এখন Azithromycin 500 mg খান,
৬৮ ঘন্টা পরে আপনার ব্লাডে 250 mg Azithromycin পাওয়া যাবে।
৬৮×২ =১৩৬ ঘন্টা পরে এই 250 mg Azithromycin এর অর্ধেক Blood এ পাওয়া যাবে, তথা 125 mg.
২০৪ ঘন্টা পরে 62 mg পাওয়া যাবে,
২৭২ ঘন্টা পরে 31 mg Azithromycin blood এ পাওয়া যাবে।

তার মানে আপনার সর্বশেষ ডোজ খাবার পরেও তা পরবর্তী আরো ২৭২ ঘন্টা বা ১১ দিন ব্লাডে থাকবে।
একটা ড্রাগ সর্বনিম্ন যে পরিমান ব্লাডে থাকলে তা bacteria growth কে Prevent করে, তাকে Minimum Inhibitory Concentration of Drug ( MIC ) বলে।
একেক ব্যাকটেরিয়ার জন্য এইটা একেক রকম হয়।
যেমন Azithromycin যদি 1 ml blood এর মধ্যে Bacterial growth prevent করতে হয়, তাহলে 2 microgram Azithromycin যথেষ্ট ।
একজন সুস্থ মানুষের শরীরে 5L = 5000 ml blood থাকে
এখানে ব্যাকটেরিয়ার growth prevent করার জন্য Minimum 10 mg Azithromycin থাকতে হবে, আমরা Azithromycin এর half life থেকে দেখি, ১১ দিন পরেও প্রায় 31 mg Drug blood এ থাকে, যা Minimum inhibitory concentration থেকে অনেক বেশি।
তাই Azithromycin এর Dose Duration অন্যান্য ড্রাগ থেকে ভিন্ন- এইটা ৩ দিন দিলেও minimum inhibitory concentration হিসাবে শরীরে প্রায় ১৫ দিন থাকে- তাই কোনো Mild to moderate infection এ Azithromycin এর ডোজ ৩ দিন বা ৫ দিন দিতে পারেন।
যেমন Acne তে প্রতি সপ্তাহে low dose এ ৩ দিন দেওয়া হয়, ৩ দিন দিলেও এইটা Body তে পুরো সপ্তাহ জুড়ে থাকে।
এন্টিবায়োটিক এর Dose Frequency ঠিক করার জন্য
Half life, minimum inhibitory concentration, ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!
Mediverse Blog
Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Concept Regarding- Moxaclav !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]